ঢাবির ঈশা খাঁ বাস রুটের সভাপতি রাজিন, সম্পাদক ইব্রাহিম 

ঢাবির ঈশা খাঁ বাস রুটের সভাপতি রাজিন, সম্পাদক ইব্রাহিম 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত অনাবাসিক শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী বাস রুট ঈশা খাঁর ২০২৪-২৫ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. রাজিন হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম খন্দকার। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সংগঠনের নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন, রাহাত হাসান ও মো. হাসিবুর রহমান সাকিবের স্বাক্ষরিত বিবৃতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় কমিটির সদ্য সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান সাকিব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিল্টন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবনির্বাচিত সভাপতি মো. রাজিন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অনাবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি মো. রাজিন হোসেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ বাস রুট একটি পরিবার যা দীর্ঘ ২৮ বছর ধরে এই রুটের সকল শিক্ষার্থী একে অপরের সহযোগিতায় এগিয়ে এসেছে। নতুন কমিটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকবে ও যেকোনো সামাজিক কর্মকাণ্ডে ঈশা খাঁ বাস রুটের শিক্ষার্থীরা একত্রে কাজ করবে।

সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার বলেন, আমাদের ঈশা খাঁ পরিবার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আমরা মানসিক স্বাস্থ্য সচেতনতা, ক্যারিয়ার গাইডেন্স, শিক্ষামূলক কর্মশালা, চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ড, পাঠচক্র এবং সৃজনশীল কার্যক্রম আয়োজন করব। পাশাপাশি, শিক্ষার্থীদের পরিবহন সংক্রান্ত সমস্যায় সর্বোচ্চ সহায়তা প্রদান করে তাদের একাডেমিক ও ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।

কেএইচ/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *