ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্তে তদন্ত কমিটি 

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্তে তদন্ত কমিটি 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইকরামুল হককে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি ৩ জন হলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের লেকচারার শেহরীন আমিন ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য (২৯-০৯-২০২৪) কর্তৃক নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপরোক্ত কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা, ‘‘মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না-তো রাজাকারের নাতি-নাতনিরা চাকরি পাবে?’’ মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন ১৫ জুলাই শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন শুরু করলে তাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় নারী শিক্ষার্থীসহ অনেকেই আহত হন। এরপর শহীদুল্লাহ্ হল ও চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অনেকেই গুরুতর আহত হন। 

কেএইচ/এসকেডি 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *