ঢাকায় চলছে দুই দিনব্যাপী ডেনিম প্রদর্শনী

ঢাকায় চলছে দুই দিনব্যাপী ডেনিম প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ ডেনিম এক্সপো নামে দুই দিনের এক আন্তর্জাতিক প্রদর্শনী চল। এটি গতকাল সোমবার শুরু হয়েছে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এই প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ ডেনিম এক্সপো নামে দুই দিনের এক আন্তর্জাতিক প্রদর্শনী চল। এটি গতকাল সোমবার শুরু হয়েছে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এই প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’।

এবারের প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্যে রয়েছে ডেনিম কাপড় উৎপাদনকারী, ডেনিম ও নন-ডেনিম পোশাক প্রস্তুতকারক, ওয়াশিং লন্ড্রি, সরঞ্জাম, রাসায়নিক ও যন্ত্রপাতি উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠান।

ডেনিম এক্সপোটিতে ট্রেন্ড জোন রয়েছে। সেখানে দর্শনার্থীরা ডেনিমের নতুন উদ্ভাবন ও ট্রেন্ড সম্পর্কে জানতে পারছেন। প্রদর্শনীতে বাংলাদেশে উৎপাদিত কাপড়, নকশা ও প্রযুক্তিতে তৈরি ডেনিম পণ্য প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে রয়েছে প্যাসিফিক জিনসের ডেনিম লাউঞ্জ, যেখানে প্রদর্শন করা হচ্ছে অত্যাধুনিক ও অনন্য নকশার সেরা ডেনিম পণ্য।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘দেশের পোশাক খাতের রূপান্তরের সময় এসেছে। কৌশলগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশকে বিশ্বের সামনে উচ্চমানের টেকসই পোশাকের তৈরির নেতৃস্থানীয় দেশে রূপান্তরিত করতে পারি।’

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *