ডিআরইউর নির্বাচন কমিশন গঠন

ডিআরইউর নির্বাচন কমিশন গঠন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিআরইউয়ের দপ্তর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, কার্যনির্বাহী কমিটির মুলতবি সভায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় সর্বসম্মতিক্রমে বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাকের হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে রয়েছেন- দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম ও একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ডিআরইউর সাবেক সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম।

এএসএস/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *