শেরপুরের গারো পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক বাতকুচি টিলাপাড়া এলাকায় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শেরপুরের গারো পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক বাতকুচি টিলাপাড়া এলাকায় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, শেরপুরের গাড়ো পাহাড়ি এলাকায় বন্য হাতির আনাগোনা ইদানীং খুব বেড়ে গেছে। প্রতিদিনই বন থেকে হাতি বের হয়ে লোকালয়ে এসে ফসলের জমি ক্ষতি করছে। ফসল বাঁচাতে কৃষকরা বিভিন্ন ভাবে হাতি তাড়ানোর চেষ্টা করে থাকেন। অনেকে জেনারেটরের মাধ্যমে তারে বিদ্যুৎ সঞ্চালন করে হাতিকে দূরে রাখার পদ্ধতি ব্যবহার করছেন। এমনই একটি জেনারেটরের তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে।
হাতির মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, “একটি বন্য হাতির মৃত্যু হয়েছে এটা জনে আমরা ঘটনাস্থলে যাওয়া চেষ্টা করি। মাহিন্দ্রা গাড়ি দিয়ে হাতিটির কাছে যাওয়া চেষ্টা করে একটু কাছ গিয়ে দেখি আরও ২৫ থেকে ৩০ টি হাতি মৃত হাতিটিকে ঘিরে রেখেছে। হাতি গুলো সরে যাওয়া পর বিস্তারিত বলতে পারব।
নাইমুর রহমান তালুকদার/এমটিআই