জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম রাহেল ইমামকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আক্কেলপুর থানায় নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম রাহেল ইমামকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আক্কেলপুর থানায় নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রাহেল ইমাম গুনিপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনামুখী ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান ছিলেন। এর আগে, তিনি একই ইউনিয়ন পরিষদের তিন বার সদস্যও ছিলেন। সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদে আছেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম জাফরপুর রেলস্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবির এসআই জাহাঙ্গীর আলম বলেন, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম আক্কেলপুর থানায় নাশকতা মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চম্পক কুমার/এফআরএস