জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আটক ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রস্তমনগর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তের হাটখোলা সোনাতলা ২৮০ নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তৌহিদুল ইসলাম ভারত থেকে দেশে আসেন। স্থানীয়রা তাকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
চম্পক কুমার/এমএ