জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্ট নয়, হবে ‌‘দোয়া-মোনাজাত’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্ট নয়, হবে ‌‘দোয়া-মোনাজাত’

জুলাই বিপ্লবে আহত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মানার্থে বিশ্ববিদ্যালয় দিবসে কোনো কনসার্ট আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য একটি স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জুলাই বিপ্লবে আহত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মানার্থে বিশ্ববিদ্যালয় দিবসে কোনো কনসার্ট আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য একটি স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

এদিন সভায় বিশ্ববিদ্যালয় দিবসে কোনো কনসার্ট আয়োজন না করার ঘোষণা আসার পর শিক্ষার্থীদের মধ্যে বিভক্ত দেখা যায়। তবে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্ট না করার পক্ষে মত দেন।

তবে র‍্যালি, বিপ্লবের প্রতিচ্ছবি হিসেবে নাটক, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হবে। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বরণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে। জুলাই বিপ্লবে আমরা যাদেরকে হারিয়েছি তাদের হয়ত আর কখনো ফেরত পাব না। যারা আহত তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে আমরা কীভাবে আনন্দে মেতে উঠি। আমরা যতদ্রুত সম্ভব একটি সমাবর্তন আয়োজনের কথা ভাবছি। তখন আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারব।

এমএল/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *