চুয়াডাঙ্গার জীবননগরে অভিযানে চার কোটি টাকার ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি-৫৮। এছাড়া পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে চোরাকারবারিদের আটক করতে পারেনি বিজিবি।
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযানে চার কোটি টাকার ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি-৫৮। এছাড়া পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে চোরাকারবারিদের আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৭-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত উথলি বিওপির একটি বিশেষ আভিযানিক দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলে দুজন ব্যক্তি অগ্রসর হলে বিজিবি আভিযানিক দল মোটরসাইকেলটির গতিরোধ করার উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করেন। পরে মোটরসাইকেল আরোহী দুই চোরাকারবারি দূর থেকে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে রাস্তার পাশের পাট খেতে পালিয়ে যেতে সক্ষম হয়।
৫৮ বিজিবি জানায়, আভিযানিক দল তল্লাশী চালিয়ে ভারত হতে বাংলাদেশে আসা প্রতিটি ১০০ মিলিগ্রামের মোট চার বোতল LSD, পাঁচ বোতল ফেন্সিডিল এবং একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।
আফজালুল হক/আরকে