চার দফা দাবিতে সোনারগাঁয়ে শিক্ষকদের মানববন্ধন

চার দফা দাবিতে সোনারগাঁয়ে শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ চার দফা দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ চার দফা দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। 

প্রায় আধাঘণ্টা মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। এসময় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শিক্ষকেরা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ৯৭ ভাগ দায়িত্ব পালন করছি আমরা। কিন্তু বেতন-ভাতার দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। দেশ স্বাধীনের পর ৫৩ বছর হলেও আমাদের বৈষম্যের অবসান হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেলেও এখন পর্যন্ত শিক্ষা উন্নয়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা বেতনে কীভাবে তার সংসার চালাতে পারেন। অধ্যক্ষ থেকে পিয়ন পর্যন্ত এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতায় কীভাবে চলতে পারেন। উৎসব ভাতা পান মূল বেতনের মাত্র ২৫ শতাংশ। অনেক শিক্ষক রয়েছেন, যারা নিজ জেলার বাইরে চাকরি করছেন। এই এক হাজার টাকা বাড়িভাড়া দিয়ে একটি বাড়ি তো দূরের কথা, ঘরও পাওয়া যাবে না। এতো বৈষম্যের মধ্যে থেকেও দেশের শিক্ষাব্যবস্থার ৯৭ শতাংশ দায়িত্ব পালন করছি আমরা। তাই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি।

মীমরাজ হোসেন/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *