চাঁদপুরে মহিউদ্দীন খান আলমগীরসহ ৫৮৯ জনের নামে মামলা

চাঁদপুরে মহিউদ্দীন খান আলমগীরসহ ৫৮৯ জনের নামে মামলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ৮৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫শ’ জনকে আসামি করে চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মামলা করা হয়েছে। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান বাদি হয়ে থানায় এ মামলাটি করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ৮৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫শ’ জনকে আসামি করে চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মামলা করা হয়েছে। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান বাদি হয়ে থানায় এ মামলাটি করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট)রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ এপ্রিল চাঁদপুরের কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলন ও তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। ওইদিন বিকাল সাড়ে ৫টার সময় আওয়ামী লীগ সমর্থিত ৪০/৫০ জন ব্যাক্তি ড.আনম এহসানুল হক মিলনের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর করে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ সময় অতর্কিত এলোপাথাড়ি মারধর করে এবং আসামিরা অস্ত্র,পিস্তল,রিভলবার ও শটগান দিয়ে আক্রমন করে ২৭জনকে আহত করে। আহতরা গৌরীপুর, মতলব ও হাজীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করেন।

২০০৮ সালে চাঁদপুর – ১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন সাবেক আমলা মহিউদ্দিন খান আলমগীর। ২০১১ সাল থেকে ’১৩ সাল পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

প্রতিনিধি/এসএমডব্লিউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *