ঘুষ নেওয়ার পুরনো ভিডিও ভাইরালের পর বরখাস্ত চসিকের হিসাবরক্ষক

ঘুষ নেওয়ার পুরনো ভিডিও ভাইরালের পর বরখাস্ত চসিকের হিসাবরক্ষক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ আদেশ দেওয়া হয়। 

একই সঙ্গে মাসুদুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সম্প্রতি চসিকের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওটি কয়েক বছর আগের বলে ধারণা সংস্থাটির কর্মকর্তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটা ৫০০ টাকা নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিতেই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল। 

চসিকের কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উত্তম নামের একজন অফিস সহায়ক রয়েছেন। তিনি ওই দপ্তর থেকে অন্তত দুই বছর আগে বদলি হয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ভিডিওটি কয়েক বছর আগের।

এমআর/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *