গ্রিন ইউনিভার্সিটিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার 

গ্রিন ইউনিভার্সিটিতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার 

বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টারটির পরিচালক ড. আহমেদ আল মনসুর। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজান।

অনুষ্ঠানে মুখ্য বক্তা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ লাভের ক্ষেত্রে কার্যকরী নানা দিকনির্দেশনা দেন এবং অনুপ্রেরণামূলক ভাষণে তাদেরকে দেশেবিদেশে সমানতালে ক্যারিয়ার গঠনে উজ্জীবিত করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সঙ্গে আলাপচারিতায় গুণী এই উপাচার্য গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক সাক্ষরের ব্যাপারে আগ্রহ দেখান। এছাড়া, যৌথ গবেষণা ও আফ্রিকান শিক্ষার্থীদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনার ব্যাপারে আশাব্যঞ্জক মতবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তারেক আজিজ, সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের পরিচালক ড. সিরাজম মুনীরা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. মো. অলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সেমিনার শেষে বিকেলে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ল্যাব প্রাঙ্গণে জেএমসি বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমানের সভাপতিত্বে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সোমালিয়ার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির, লেকচারার ও ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া এবং মিডিয়া ল্যাব কো-র্ডিনেটর কাজি মাহাদি মুনতাসির।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য শেখ আসিফ বলেন, বিশ্বায়নের যুগে সাংবাদিকতা এখন আর শুধু দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রয়োগ এবং ব্যাপ্তি দুটোই ব্যাপক। বিশেষ করে সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ দেশে এর ভূমিকা আরও বেশি। গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সঙ্গে দারু সালাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে দুই দেশের মুক্ত সাংবাদিকতা শিক্ষা এবং চর্চায় কাজ করে যাবে।

সভার বিশেষ অতিথি নিসতার জাহান তার বক্তব্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন চুক্তি ও কর্ম সম্পাদনার বিষয়ে বিভিন্ন সম্ভাবনা আলোচনা করেন। সমাপণী বক্তব্যে বিভাগীয় প্রধান ড. মো. অলিউর রহমান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজান আফ্রিকা মহাদেশের প্রথম বাংলাদেশি উপচার্য।

-বিজ্ঞপ্তি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *