পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী গ্রাফিতি মুছে দেওয়া এবং অঙ্কনে বাধা প্রদানের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সমাজ।
গতকাল রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ জানায় ছাত্র সমাজ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, পাহাড়ে এখনো বৈষম্য লক্ষ্য করা যায়। পাহাড়ের স্থানীয় অধিবাসীদের সবকিছু থেকে বঞ্চিত করার একটা ট্রেন্ড রয়েছে। অবিশ্বাসের দেওয়াল তুলে পাহাড়িদের বঞ্চিত করা হচ্ছে। এখানে ভূমি বেদখল হচ্ছে। নিজ ভূমি থেকে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। উন্নয়ন ও পর্যটনের কথা বলে সাধারণ পাহাড়িদের নিজ বসতি থেকে উচ্ছেদ করা হয়। জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এখনও নির্বাচন হয়নি। এতে যারা প্রতিনিধি হয়ে আসছে, তাদের মধ্যে জবাবদিহিতা নেই। যার ফলে দুর্নীতির রেকর্ড সৃষ্টি করছে। দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে মেধাহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে।
সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, টিকো তালুকদার, ক্যাচিনু মারমা, নবশীষ চাকমা।
মিশু মল্লিক/এনএফ