রাজধানীর গেন্ডারিয়া ভাটাইখানা এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে আহত মো. রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মিটফোর্ড এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারী ছিলেন।
রাজধানীর গেন্ডারিয়া ভাটাইখানা এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে আহত মো. রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মিটফোর্ড এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের বন্ধু রাজু বলেন, আমরা দুজনেই মিটফোর্ড এলাকায় ওষুধের দোকানে কাজ করতাম। আজ বিকেলের দিকে গেন্ডারিয়ার বাসায় ভাত খেয়ে দোকানে ফেরার সময় ভাটাইখানা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে গুরুতর আহত হয় রাসেল। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় আমার বন্ধু।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি