গাজায় চার ইসরায়েলি সেনার মৃত্যু

গাজায় চার ইসরায়েলি সেনার মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের চার সেনার মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এক জায়গায় এবং একই ঘটনায় চার সেনার মৃত্যু ও একজনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের চার সেনার মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এক জায়গায় এবং একই ঘটনায় চার সেনার মৃত্যু ও একজনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গত এক মাস ধরে গাজার উত্তরাঞ্চলে নতুন করে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তাদের হামলায় গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ৭০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এরমধ্যে বেঈত লাহিয়াতে গতকাল সোমবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বেঈত লাহিয়ার এই হামলায় ১০৯ জনের মৃত্যু হয়েছে।

যুদ্ধপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চার সেনার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তবে বেঈত লাহিয়ার হামলার ঘটনা নিয়ে তিনি কোনো কথা বলেননি।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শুধু বলেছে এক হামলায় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে তারা।

উত্তরাঞ্চলে বর্বরতা চালানোর সময়ই গাজার সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। যা আগামী তিন মাসের মধ্যে কার্যকর হবে। এই সময়ের পর থেকে ইসরায়েল অধিকৃত জেরুজালেমসহ কোথাও জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার কাজ চালাতে দেবে না তারা।

এতে করে গাজার মানুষ এখন খাবার, চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন।

সূত্র: এএফপি

এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *