ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আট শতাধিক নেতাকর্মীকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শত নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনশত জনকে আসামি করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতিহত করতে খাগড়াছড়িতে তাণ্ডব চালায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়ার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে আসামিরা।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ওয়াদুদ ভুইঁয়ার বাড়িতে হামলা এবং ভাঙচুর লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ শাহজাহান/এনএফ