কিশোরগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়াকে চাল আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়াকে চাল আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ রায় ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নামে চাল আত্মসাতের মামলা হলে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের সময়কাল শেষ হলে বৃহস্পতিবার তিনি চিফ জুডিসিয়াল আদালতে হাজির হন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারুর বিরুদ্ধে গত ১৫ জুন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন চাল বিতরণে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন। এ ছাড়াও এ ঘটনায় জড়িত থাকায় আসামি করা হয় গ্রাম পুলিশের সদস্য সোহাগ মিয়াকেও।

মামলার নথি সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়নে ৪৪৭ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ৪৪ হাজার ৪৭০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ১৪ জুন সকাল ৯টা থেকে ১৫ জুন বিকেল ৫টা পর্যন্ত ২ হাজার ১৬৫ জনের মধ্যে ২১ হাজার ৬৫০ কেজি চাল বিতরণ করা হয়। ১৬ জুন সকালে চেয়ারম্যান ও তার লোকজন অবশিষ্ট ২২ হাজার ৮২০ কেজি চাল থেকে ১ হাজার ৮২০ কেজি চাল সরিয়ে ফেলেন।

ভিজিএফের চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন বলেন, ভিজিএফের চাল সরিয়ে ফেলার সময় স্থানীয় নারী ইউপি সদস্য দেখে ফেলে, এরপর আমাকে খবর দিলে আমি বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি আত্মসাতের কথা স্বীকার করেন এবং তিনি বলেন, তার নির্দেশে চাল সরিয়ে ফেলা হয়েছে সেটিও তিনি স্বীকার করেন। পরে বিষয়টি ইউএনওকে জানিয়ে সরেজমিনে গিয়ে গোডাউনে চালের মজুত কম দেখে পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় এবং থানায় মামলা দায়ের করি।

উল্লেখ্য, মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারুর বিরুদ্ধে এর আগে গত বছরের ঈদুল আজহার সময়ও ভিজিএফের চাল চুরির অভিযোগ উঠেছিল।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *