বিপুল উৎসাহ- উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসী দের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনক এর উদ্যোগে আয়োজিত এই মেজবানে কয়েক হাজার বাংলাদেশির অংশ গ্রহণে অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়।
বিপুল উৎসাহ- উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসী দের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনক এর উদ্যোগে আয়োজিত এই মেজবানে কয়েক হাজার বাংলাদেশির অংশ গ্রহণে অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়।
চট্টগ্রামের কিংবা চট্টগ্রামের বাইরের নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা এই মেজবানে অংশ নেন।
টরন্টোর সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই মেজবানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
তারা ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি কানাডা ইনক এর নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশ গ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে ওঠেছে।
আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়াদের ধন্যবাদ জানান।
তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।
এমএসএ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।