নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনকে সহায়তা দেবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি।
আজ (বুধবার) নির্বাচন কমিশনের (ইসি) জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, মোঃ শামসুল হক ফৌজদার, রৌশন আরা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আশরাফুজ্জামান, অফিস সহায়ক ইদ্রিস আলী ও মো. শাহ আলম মিয়াকে দায়িত্ব দেওয়া হলো।
এসএম আসাদুজ্জামান সার্বিক সমন্বয় করবেন এবং উল্লিখিত কর্মকর্তাদের অধীন সংশ্লিষ্ট কর্মচারী তাদের কার্যক্রমে সহায়তা করবেন।
এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার ইসির সহায়তা নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন৷ সেই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এসআর/এনএফ