মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় রাফিজ হোসেন এবং আব্দুর রশিদ নামের দুইজনের মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় রাফিজ হোসেন এবং আব্দুর রশিদ নামের দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় আকষ্মিক বজ্রপাতের ঘটনায় তাদের দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল মান্নান নামের আরও একজন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হারিয়ে যাওয়া কবুতরের খোঁজে মাঠে যান রাফিজ নামের ওই যুবক। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এসময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে আব্দুর রশিদের মৃত্যু হয় এবং আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত রাফিজ (২৫) দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং আব্দুর রশিদ (৪৫) সোনাপুর গ্রামের আজমাইন হোসেনের ছেলে। স্থানীয়রা আহত আব্দুল মান্নান কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বজ্রপাতে দুজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকতারুজ্জামান/এমটিআই