মাগুরায় পুলিশের কনস্টেবল পদে ছয় লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরায় পুলিশের কনস্টেবল পদে ছয় লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরা সদরের মো. বাবলু মল্লিক (৩৮), ফরিদপুর সদরের মেহেদী হাসান শিকদার (২৭), নকলা এলাকার মো. কবির হোসেন (৩৯), গোপালগঞ্জের কাশিয়ানীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকার মো. রাসেল শেখ (২৮) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের মো. হাবিবুর রহমান (৪৫)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আত্মসাতের ৬৭ হাজার টাকা, একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এবং লাইসেন্সকৃত একটি শটগান, চার রাউন্ড গুলিসহ ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মাগুরা সদর উপজেলার বরই গ্রামের বাসিন্দা মোছা. পলি বেগম মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, আসামি ও তাদের সহযোগীরা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এপিএস ও নিরাপত্তা প্রহরী ও গানম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেবেন বলে তারা টাকা হাতিয়ে নেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।
মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) দ্রুত সময়ের মধ্যে মাগুরা সদর থানা পুলিশকে প্রতারকদের গ্রেপ্তারের নির্দেশ দিলে মাগুরা সদর থানা পুলিশ আসামিদেরকে মাগুরা পুলিশ লাইনসের সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।
আরকে