কক্সবাজারে ৪ হাজার টমটম চালককে প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ 

কক্সবাজারে ৪ হাজার টমটম চালককে প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ 

আন্তর্জাতিক এনজিও সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতায় ৪ হাজার টমটম (ইজিবাইক) চালককে প্রশিক্ষণ দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ। পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

আন্তর্জাতিক এনজিও সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতায় ৪ হাজার টমটম (ইজিবাইক) চালককে প্রশিক্ষণ দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ। পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার পুলিশ লাইনস এ ‘টমটম চালকদের জন্য ট্রাফিক নিয়মের উপর ওরিয়েন্টেশন’ শিরোনামে সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে অ্যাক্সেস বৃদ্ধি করা প্রকল্পের আওতায় ১০০ টমটম চালককে প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। 

এ সময় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রয়োজনের তুলনায় টমটমের সংখ্যা অনেক বেশি। ৪ হাজার টমটম চালককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে নিরাপদ পর্যটন নগরী হয়ে উঠবে কক্সবাজার। কক্সবাজারের টমটম চালকদের যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অপরাধও কমবে। 

এ আয়োজনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার, ইউএনডিপির কেফায়েত উল্লাহ সাজ্জাদ, মোহাম্মদ মাসুদ করিম এবং সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক।

সাইদুল ইসলাম/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *