কক্সবাজারে সাবেক হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে সাবেক হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার  (১৬ আগস্ট)  দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা  শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় তাদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই। শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। কোনো গ্রেপ্তার নেই।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন,কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুন সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালায় উল্লিখিত বাদী ও আরও ১৫০ জন। এই ঘটনায় একজন মারা গেছেন।

সাইদুল ফরহাদ কক্সবাজার/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *