কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
মাসেদুল হক জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ছেলে।
তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন।
তিনি জানান, জেলা আওয়ামী লীগ নেতা সন্ধ্যায় একটি বেসরকারি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে র্যাব-১৫ এর একটি টিম তাকে আটক করে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে কোন মামলায় আটক করা হয়েছে সেটি পরিষ্কার করেনি র্যাব।
কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিয়াদ মণি জানান, কক্সবাজারে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রাশেদ নিজেই জড়িত ছিলেন।আমরা তার সবোচ্চ শাস্তি চাই।
সাইদুল ফরহাদ/এমটিআই