ঐতিহ্যবাহী যুগল বিগ্রহ অনুষ্ঠানের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী

ঐতিহ্যবাহী যুগল বিগ্রহ অনুষ্ঠানের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে শুক্রবার (২৩ আগস্ট) হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে সেনাবাহিনী।

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে শুক্রবার (২৩ আগস্ট) হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে সেনাবাহিনী।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিতপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সনাতন হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী এ দিন কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে স্থানান্তর করা হয়। এসময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং সামরিক-আধা সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে ১৯৪০ ঘটিকায় দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরে মূর্তিটি সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিলেন। বিভিন্ন ঘাটগুলোর নিরাপত্তা বিধান ছাড়াও সেনাসদস্যরা তিনটি স্পিডবোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অনুষ্ঠান সম্পর্কিত সব স্থানে সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি এবং আস্থা নিশ্চিত করে। ওই অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার পাশে দাঁড়াবো- এটাই সেনাবাহিনীর প্রত্যাশা।

এমএসি/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *