এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ বাংলাদেশের ২ জন

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ বাংলাদেশের ২ জন

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফুটবল-ক্রিকেটের বাইরে দেশের অন্য খেলায় শুধু আন্দোলন-প্রতিবাদ আর বিক্ষোভের খবর। নানা নেতিবাচক খবরের ভেতরে কারাতে একটি সুখবর এনেছে। এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হয়েছেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেলো।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফুটবল-ক্রিকেটের বাইরে দেশের অন্য খেলায় শুধু আন্দোলন-প্রতিবাদ আর বিক্ষোভের খবর। নানা নেতিবাচক খবরের ভেতরে কারাতে একটি সুখবর এনেছে। এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হয়েছেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেলো।

২৩-২৫ আগস্ট ২০২৪ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় ২২তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে প্রতিযোগিতার আসর। এ প্রতিযোগিতা উপলক্ষ্যে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এশিয়ার ২৮টি দেশের ১২৯ জন জাজ ও রেফারি অংশ নেন।

বাংলাদেশ থেকে কুমিতে জাজ হিসেবে ৪জন পরীক্ষায় অংশ নিয়ে ২জন উত্তীর্ণ হন। এর মধ্যে একজন জামালপুরের আতিক মোরশেদ এবং অপরজন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এছাড়াও কুমিতের ‘এ’ ক্যাটাগরীর লাইসেন্সধারী জাজ চট্টগ্রামের শরীফ জাদা কাওসার এবার কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

জাজ হিসেবে এ গ্রেডে উন্নীত হওয়া আতিক মোরশেদ বলেন, ‘ক্রীড়া হিসেবে কারাতে আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের কারাতে ইভেন্টটির আরও ভালো অর্জনের জন্য কোয়ালিফাইড খেলোয়াড় এবং জাজ রেফারি তৈরিতে গুরুত্ব দেয়া উচিত। আমার এই ফলাফল এবং অভিজ্ঞতা দেশের কারাতের উন্নয়নে কাজে লাগাতে চাই।’ 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, ‘বাংলাদেশের কারাতে জাজরা এ গ্রেডে উন্নীত হয়েছে। যা আমাদের একটি বড় অর্জন। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমাদের খেলোয়াড় ও জাজ, রেফরিদের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কাজ করে যাবো।’

এজেড/জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *