বাংলাদেশে শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বুধবার (৭ আগস্ট) এ বার্তা জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
বাংলাদেশে শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বুধবার (৭ আগস্ট) এ বার্তা জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
এতে বলা হয়, পাকিস্তান সরকার এবং জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। পাকিস্তান আন্তরিকতার সঙ্গে আশা করে যে, বাংলাদেশে শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। আমরা আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের জনগণের দৃঢ়তা দেশটিকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
এদিকে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এনআই/জেডএস