আন্দোলনকারী পরিচয়ে কেউ যদি নিপীড়ক হয়ে উঠতে চায় তাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ। তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জার এবং অপমানের। আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি, তাই অন্য কাউকে নিপীড়ক হতে দেব না।
আন্দোলনকারী পরিচয়ে কেউ যদি নিপীড়ক হয়ে উঠতে চায় তাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ। তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জার এবং অপমানের। আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি, তাই অন্য কাউকে নিপীড়ক হতে দেব না।
বুধবার (১৪ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।
সুজয় শুভ বলেন, বরিশালে সমন্বয়কদের দুটি কমিটিতে ১২/১৫ জন রয়েছেন। কিন্তু এখন আমরা দেখছি অলিতে-গলিতে সমন্বয়কারীর অভাব নেই। এর থেকে ছাত্রলীগের সহ-সভাপতিও কম ছিল। অনেকে আন্দোলনের ব্যানার ব্যবহার করে তার নিপীড়নকে জায়েজ করতে চাইছে। এত প্রাণের বিনিময়ে পরিবর্তন আসতে শুরু করেছে। সেখানে একদল মানুষ নিপীড়ক হয়ে উঠবে এটা আমরা মেনে নেব না।
উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয় আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কাজটির পাশাপাশি তল্লাশির কাজও করতে হয়। কিন্তু রাতে শিক্ষার্থীর চেয়ে বহিরাগতদের উপস্থিতি এবং বিব্রতকর আচরণ সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। এজন্য সহায়তা কাজে শিক্ষার্থীদের পাসকার্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
সভায় সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ও ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াস শরিফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ