প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবারে সামনে ইংল্যান্ড। অবশ্য এবারে ম্যাচের প্রেক্ষাপটে খানিক পরিবর্তন এসেছে। টসে জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। আর টসে জিতে শারজাহতে বাংলাদেশের মেয়েদের তিনি পাঠিয়েছেন বোলিংয়ে।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবারে সামনে ইংল্যান্ড। অবশ্য এবারে ম্যাচের প্রেক্ষাপটে খানিক পরিবর্তন এসেছে। টসে জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। আর টসে জিতে শারজাহতে বাংলাদেশের মেয়েদের তিনি পাঠিয়েছেন বোলিংয়ে।
এই দিনে বাংলাদেশ মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। ওপেনার হিসেবে মুরশিদা খাতুন বাদ পড়ছেন। দলে আছেন দিলারা আক্তার। ইংল্যান্ড দল এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করছে। বাংলাদেশের বিপক্ষে তারা নামছে চার স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, সোবহানা মুশতারি, নিগার সুলতানা, তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
ইংল্যান্ড একাদশ: মিয়া বুচার, ড্যানি ওয়াট, অ্যালিস ক্যাপসে, ন্যাট সিভার-ব্রান্ট, হিথার নাইট, অ্যামি জোন্স, ড্যানিয়েল গিবসন, চার্লি ডিন, সারাহ গ্লেন, সোফি এক্লেস্টোন, লিনসে স্মিথ
জেএ