এআই দৌড়ে পিছিয়ে স্যামসাং, চার মাসে হারাল এক তৃতীয়াংশ সম্পদ 

এআই দৌড়ে পিছিয়ে স্যামসাং, চার মাসে হারাল এক তৃতীয়াংশ সম্পদ 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পা রেখে সবাইকে চমকে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি স্যামসাং। তবে সুদিন দীর্ঘস্থায়ী হলো না। এআইয়ের লড়াইয়ে বিরাট ধাক্কা খেল। মাত্র চার মাসে আন্তর্জাতিক বাজারে ১২২ বিলিয়ন ডলার পড়ল স্যামসাংয়ের বাজার দর। অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ সম্পদ হারিয়েছে কোম্পানিটি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পা রেখে সবাইকে চমকে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি স্যামসাং। তবে সুদিন দীর্ঘস্থায়ী হলো না। এআইয়ের লড়াইয়ে বিরাট ধাক্কা খেল। মাত্র চার মাসে আন্তর্জাতিক বাজারে ১২২ বিলিয়ন ডলার পড়ল স্যামসাংয়ের বাজার দর। অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ সম্পদ হারিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, এআইয়ের লড়াইয়ে নামলেও প্রযুক্তিগত দিকে একাধিক ক্ষেত্রে স্যামসাং পিছিয়ে থাকায় জন্য বাজারে গুরুত্ব হারাচ্ছে। যে সব ক্ষেত্রে স্যামসাংয়ের দুর্বলতা উদ্বেগের কারণ হয়ে উঠেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এআই মেমোরি। এখানে স্যামসাংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স। এই কোম্পানি যেখানে একের পর এক চমক এনে বিশ্ববাজারে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সেখানে স্যামসাংয়ের হাল বেহাল। এই ক্ষেত্রে বিশ্ব বাজারে আধিপত্য বজায় রেখেছে তাইওয়ানের সেমিকন্ডাক্টার ম্যানুফাকচারিং কোম্পানি (টিএসএমসি)। 

এআইয়ের বাজারে একাধিক ক্ষেত্রে দুর্বলতার জেরে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে কোরিয়ার স্যামসাং।

তথ্য বলছে, শুধু জুলাই মাসেই ১০.৭ বিলিয়ন ডলার স্টক বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। সময় যত গড়াচ্ছে স্যামসাংয়ের শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা।

এদিকে গুরুতর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া স্যামসাং। অত্যাধুনিকতার সঙ্গে পাল্লা দিতে এবং নিজেদের সমস্যা অনুধাবন করে চলতি বছরের শুরুতে মেমোরি চিপ বিশেষজ্ঞ জুন ইয়ং ইউনকে সিমিকন্ডাক্টর বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করে কোম্পানিটি। তবে অবশ্য অবস্থার খুব বিশেষ বদল ঘটেনি। 

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *