উত্তরবঙ্গের বন্যা কবলিতদের পাশে আস-সুন্নাহ

উত্তরবঙ্গের বন্যা কবলিতদের পাশে আস-সুন্নাহ

ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

এমন অবস্থায় বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসুবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। 

যেখানে তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের বন্যা কবলিত অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তবে এই তহবিলে আপাতত আমরা কোনো অর্থ সহায়তা নিচ্ছি না। প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেয়া হবে।

ফেনীর বন্যা কবলিতদের মাঝে এখনো আস-সুন্নাহর কাযক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম।

যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে- 

১. ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম।

২. নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম।

৩. লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম।

৪. কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিম।

সব মিলিয়ে এখনো কাজ করছে মোট ১৪৫টি টিম।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *