ইরানের ওপর হামলায় আবর দেশগুলোর নিন্দা

ইরানের ওপর হামলায় আবর দেশগুলোর নিন্দা

ইরানের ওপর দখলদার ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে রাজধানী তেহরানসহ ইরানের অন্তত তিনটি জায়গায় হামলা চালায় ইসরায়েল।

ইরানের ওপর দখলদার ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে রাজধানী তেহরানসহ ইরানের অন্তত তিনটি জায়গায় হামলা চালায় ইসরায়েল।

এরপরই ইসরায়েলের হামলার নিন্দা জানানো শুরু করে আরব দেশগুলো। সর্বপ্রথম সৌদি আরব নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, এই হামলা ইরানের অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের ওপর আঘাত। এছাড়া দুই পক্ষকে সংযম বজায় এবং উত্তেজনা প্রশমনের আহ্বানও জানায় দেশটি।

সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। যদিও তারা ইসরায়েলের নাম উচ্চারণ করেনি। দেশটি বলেছে, আমরা ইরানে হামলার নিন্দা জানাই। এছাড়া সংযম ধারণ এবং উত্তেজনা প্রশমনে বিচক্ষণতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দেশটি।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার বলেছে, ‘ইরানে হামলার তীব্র নিন্দা জানাই আমরা’। দেশটি জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাতারও সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের অন্যতম মিত্র দেশ মিসরও ইরানে দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তারা উদ্বিগ্ন এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্টে যা কিছু জড়িত তার সবকিছুর নিন্দা জানায় তারা।

তুরস্ক ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজায় গণহত্যা, পশ্চিমতীরকে অধিগ্রহণ করার প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করার সময় দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে এখন বিস্তৃত যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইরানসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদীরা এই অঞ্চলে যুদ্ধ বিস্সৃত করছে।

এছাড়া জর্ডান, কুয়েত, মালয়েশিয়া এবং পাকিস্তানও ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *