ইবরাহিম আ. নিজের বাবাকে যে আহ্বান জানিয়েছিলেন

ইবরাহিম আ. নিজের বাবাকে যে আহ্বান জানিয়েছিলেন

হজরত ইবরাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি ছিলেন হজরত নূহ আলাইহিস সালামের সম্ভবত: এগারোতম অধঃস্তন পুরুষ। নূহ থেকে ইবরাহীম পর্যন্ত প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। হজরত সালেহ আলাইহিস সালামের প্রায় ২০০ বছর পরে ইবরাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। 

হজরত ইবরাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি ছিলেন হজরত নূহ আলাইহিস সালামের সম্ভবত: এগারোতম অধঃস্তন পুরুষ। নূহ থেকে ইবরাহীম পর্যন্ত প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। হজরত সালেহ আলাইহিস সালামের প্রায় ২০০ বছর পরে ইবরাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। 

ইবরাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। তার ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে বনী ইসরাঈলের সূচনা। ইসহাক আ.-এর পুত্র ইয়াকুব আ. থেকে বনী ইসরাঈলের বিস্তার ঘটে। 

অপর দিকে হজরত ইবরাহিম আ.-এর আরেক ছেলে ইসামাঈল আ.-এর বংশে জন্ম নিয়েছেন সাইয়্যিদুনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়েতের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন্নাবীয়্যিন বা সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন।

হজরত ইবরাহিম আ. যখন আল্লাহ তায়ালার নির্দেশে মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন তিনি প্রথমেই নিজের বাবার কাছ থেকে বাধাপ্রাপ্ত হন। তার বাবা ছিলেন সেই সমাজের একজন মূর্তিপূজক। মূতির বানিয়ে বিক্রি করতেন তিনি। তার নাম ছিলো আযর।

সমাজের লোকজন যখন ইবরাহিম আ.-কে নবুয়তের আহ্বানের কারণে তিরষ্কার করতো তার বাবাও সন্তানের সঙ্গ না দিয়ে তাকে নবুয়তের আহ্বান থেকে ফিরে আসার কথা বলতেন।

তখন ইবরাহিম আ. তাঁর পিতা আযরকে বলেছিলেন, আপনি স্বহস্তে নির্মিত স্বীয় উপাস্য স্থির করেছেন। আমি আপনাকে এবং আপনার গোটা সম্প্রদায়কে পথভ্রষ্টতায় পতিত দেখতে পাচ্ছি। 

পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে—

 وَ اِذۡ قَالَ اِبۡرٰهِیۡمُ لِاَبِیۡهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِهَۃً ۚ اِنِّیۡۤ اَرٰىكَ وَ قَوۡمَكَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۷۴

আর (স্মরণ কর) যখন ইবরাহীম তার পিতা আযরকে বলেছিল, ‘তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে তোমার কওমকে স্পষ্ট গোমরাহীতে দেখছি’। (সূরা আনআম, আয়াত :৭৪)

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *