ইন্টারনেট বন্ধে ব্যবসার ক্ষতি : শেখ হাসিনা-পলকের বিরুদ্ধে মামলা

ইন্টারনেট বন্ধে ব্যবসার ক্ষতি : শেখ হাসিনা-পলকের বিরুদ্ধে মামলা

ইন্টারনেট বন্ধের কারণে ব্যবসার ক্ষতির অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। 

ইন্টারনেট বন্ধের কারণে ব্যবসার ক্ষতির অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। 

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল হকের আদালতে মামলাটি দায়ের করা হয়। চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার ব্যবসায়ী নুর মোহাম্মদ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য বিবাদীরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির সাবেক প্রধান হারুন-উর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০ জনকে। 

মামলার অভিযোগ উল্লেখ করা হয়, ভুক্তভোগী বাদী নুর মোহাম্মদ দুরন্ত সাপ্লাইয়ার ও দুরন্ত বাজার অনলাইন সফটওয়্যার ভিত্তিক ব্যবসায়ী। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন। অনলাইনভিত্তিক এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানে প্রায় ২০০ জন কর্মচারী রয়েছেন। বাদীর দৈনিক অনলাইনে লেনদেন হয় প্রায় ২০ লাখ টাকা। 

গত ১৮ জুলাই বিবাদীরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশে গণহত্যা পরিচালনা এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের উদ্দেশ্যে দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেয়। যার ফলে বাদীরসহ দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। জনগণের অধিকার হরণ করে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় দেশের বাণিজ্যিক খাতে প্রায় ১ লাখ কোটি টাকা ক্ষতি হয়। আর বাদী নুর মোহাম্মদের ব্যবসায়িক ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এমআর/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *