ইতালিতে ভবন থেকে পড়ে ফাতিহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) মধ্য-উত্তর ইতালির বলনিয়া শহরে এ ঘটনা ঘটে।
ইতালিতে ভবন থেকে পড়ে ফাতিহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) মধ্য-উত্তর ইতালির বলনিয়া শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দিন বৃষ্টির সময় শিশু ফাতিহা বৃষ্টি ধরতে গিয়ে তিনতলার বাসার জানালা থেকে পড়ে মারা যায়।
শিশুটির বাবার নাম ফয়সাল আহমেদ। তিনি শরিয়তপুরের সাজনপুরের বাসিন্দা। সন্তানের করুণ মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ ও দিশাহারা হয়ে পড়েছেন।
এ নিয়ে বলনিয়ায় বসবাসকারী সংগীত শিল্পী আরাবে মিনে মানসিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন’। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতালি প্রবাসীরা পোস্ট দিয়ে এ ঘটনায় শোক প্রকাশ করছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি সবাইকে সতর্ক করেন, বিশেষ করে যাদের বাসায় ছোট শিশু রয়েছে।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।