আসামের সীমান্তবর্তী ৪ জেলায় বিশেষ সামরিক আইনের মেয়াদ বাড়ল

আসামের সীমান্তবর্তী ৪ জেলায় বিশেষ সামরিক আইনের মেয়াদ বাড়ল

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আমলে নিয়ে আসামের চার জেলায় ‘আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট’ বা এএফএসপিএ নামের একটি বিশেষ সামরিক আইনের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে ভারতের সেনাবাহিনীর আসাম কমান্ড। এই জেলাগুলো হলো তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগর।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আমলে নিয়ে আসামের চার জেলায় ‘আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট’ বা এএফএসপিএ নামের একটি বিশেষ সামরিক আইনের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে ভারতের সেনাবাহিনীর আসাম কমান্ড। এই জেলাগুলো হলো তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগর।

এই আইন জারির ফলে ভারতের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই চার জেলার যে কোনো জায়াগায় অভিযান চালিয়ে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। এক্ষেত্রে কোনো আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানার দরকার হবে না তাদের।

বুধবার ভারতের সেনাবাহিনীর আসাম কমান্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে, “প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণ আসামের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারীদের অধিকহারে প্রবেশের আশঙ্কা এবং এর জেরে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশঙ্কা দেখা দিয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে চার সীমান্তবর্তী জেলা তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগরে এএফএসপিএ আরও ৬ মাস কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে আসাম কমান্ড।”

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বন্ধে ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময়ে আসামে এএফএসপিএ জারি করা হয়েছে। সর্বশেষ গত বছর অক্টোবরে আসামের জোরহাট, গোলাঘাট, করবি আঙলং, দিমা হাসাও, তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগরে জারি করা হয়েছিল এই বিশেষ সামরিক আইনটি।  

সম্প্রতি জোরহাট, গোলাঘাট, করবি আঙলং এবং দিমা হাসাও থেকে আইনটি তুলে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আসাম কমান্ডের বিজ্ঞপ্তিতে।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

এসএমডব্লিউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *