চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
রোববার (০৬ অক্টোবর) এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার আনন্দধাম এলাকায় সবজি বাজার, মুদি দোকান, আলু পেঁয়াজের আড়তসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এ সময় মেসার্স উত্তরা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে গ্যাসের মূল্য-তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ড্যামেজ ভুসি রোদে শুকিয়ে পুনরায় প্যাকেট করে বিক্রি, মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী সুশীল কুমার বিশ্বাসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করে।
আফজালুল হক/এফআরএস