আর্থিক সংকট, ১৫০ কেবিন ক্রুকে বিনা বেতনে ছুটিতে পাঠাল স্পাইসজেট

আর্থিক সংকট, ১৫০ কেবিন ক্রুকে বিনা বেতনে ছুটিতে পাঠাল স্পাইসজেট

তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছে ভারতে আকাশপথে সেবাদানকারী সংস্থা স্পাইসজেট। সংস্থাটি তার ১৫০ জন কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছে ভারতে আকাশপথে সেবাদানকারী সংস্থা স্পাইসজেট। সংস্থাটি তার ১৫০ জন কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রকট আকারে আর্থিক অস্থিরতার মুখোমুখি হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় স্পাইসজেট। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৩০ আগস্ট) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক, আইনি এবং ভাড়া সংক্রান্ত নানা সমস্যার কারণে ভারতের বাজেট এই এয়ালাইন্সটি অল্প সংখ্যক প্লেন দিয়েই বর্তমানে তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ২২টি বিমান নিয়ে স্পাইসজেট তার কার্যক্রম চালু রেখেছে।

ভারতীয় এই এয়ারলাইন্সের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের সংস্থার মোট ১৫০ জন কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে।

এর আগে একইদিন ভারতেন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানায়, স্পাইসজেটকে বর্ধিত নজরদারির মধ্যে রাখা হয়েছে।

স্পাইসজেটের ওই মুখপাত্র বলেন, ‘স্পাইসজেট অস্থায়ীভাবে ১৫০ কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য সাময়িক ছুটিতে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।’

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বর্তমান শীর্ণ ভ্রমণ মৌসুম এবং সংস্থার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা মাথায় রেখে বহরের আকার হ্রাসের প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মুখপাত্র বলেছেন, সাময়িক ছুটির এই সময়কালে কেবিন ক্রু সদস্যদের সমস্ত স্বাস্থ্য সুবিধা এবং অর্জিত ছুটি অক্ষত রেখে স্পাইসজেটের কর্মচারী হিসাবে তাদের মর্যাদা বজায় রাখা হবে।

ভারতীয় এয়ারলাইন্সটি তার আর্থিক উন্নতির জন্য তহবিল বাড়াতে চাইছে বলেও জানিয়েছে এনডিটিভি।

টিএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *