আমি মৃত্যুকে বিক্রি করি না : জন আব্রাহাম

আমি মৃত্যুকে বিক্রি করি না : জন আব্রাহাম

বলিউডের অন্যতম চর্চিত তারকা জন আব্রাহাম। তিনি একই সঙ্গে চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর ২০০৩ সালে জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেতার।

বলিউডের অন্যতম চর্চিত তারকা জন আব্রাহাম। তিনি একই সঙ্গে চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর ২০০৩ সালে জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেতার।

সম্প্রতি এক পডকাস্টে এসে বলিউডের বড় বড় অভিনেতাকে একহাত নিলেন তিনি।

তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত অভিনেতাদের ইঙ্গিত করে জন আব্রাহাম বলেন, আমি যদি সততার সঙ্গে বাঁচি, আমি যা বলে থাকি আমি তাই করি তবেই আমি আদর্শ মডেল। কিন্তু আমার ভুয়া দিক তুলে ধরে মানুষের মনে বিশ্বাসের জন্ম দেওয়া, আর ব্যক্তিজীবনে অন্য মানুষ হয়ে থাকা, তাহলে সেটা নজরে আসবেই।

তিনি আরও বলেন, যারা ফিটনেস নিয়ে কথা বলেন, তারাই পান মশলাকে প্রমোট করেন। আমি আমার প্রতিটা অভিনেতা বন্ধুকে ভালবাসি, আমি কাউকে অসম্মান করি না। আমি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই আমি আমার কথা বলছি। কিন্তু আমি মৃত্যুকে বিক্রি করি না। কারণ, এটা আদর্শের বিষয়। আপনারা জানেন পান মশলার বার্ষিক আয় ৪৫০০০ কোটি টাকা? তার মানে সরকারও এটাকে সমর্থন করে। তাই এটা বেআইনি নয়। আপনার মৃত্যু বিক্রি করছেন। এটা নিয়ে বাঁচবেন কীভাবে?

এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *