বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সাভারের আমিন বাজার ইউনিয়নের মৃধার টেক এলাকার মৃত নবী হোসেনের ছেলে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এএমকে