বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই কর্তা পদত্যাগ করেছেন। আজ বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) ও যুগ্ম সম্পাদক এসএম সরাফাত হোসেন তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই কর্তা পদত্যাগ করেছেন। আজ বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) ও যুগ্ম সম্পাদক এসএম সরাফাত হোসেন তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি সেখান থেকে ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা আবু তালহাকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
অ্যাথলেটিক্স ফেডারেশনে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে প্রবেশ করেছিলেন আব্দুর রকিব মন্টু। পেশায় আইনজীবী হলেও সময়ের ব্যবধানে ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে উঠেন৷
গত নির্বাচনে কৃতি অ্যাথলেটদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার অতিরিক্ত বিদেশ ভ্রমণ ও বিদেশে বেশি সময় কাটানো নিয়েও জোর অভিযোগ করেন অ্যাথলেটিকস সংশ্লিষ্টরা।
সাধারণ সম্পাদকের অবর্তমানে কাজ করেন যুগ্ম সাধারণ সম্পাদক। অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক ২ জন। এর মধ্যে একজন আজ পদত্যাগ করেছেন৷
অ্যথলেটিক্স ফেডারেশনের সভাপতি তোফাজ্জল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব। পট পরিবর্তনের পর তিনিও চাপের মুখে আছেন।
এজেড/এইচজেএস