অর্থ আত্মসাৎ : বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুলকে তলব

অর্থ আত্মসাৎ : বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুলকে তলব

বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক খাইরুল হাসান তাকে আগামী ৬ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করেছেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাথমিক সত্যতা মিলেছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার সঠিকভাবে কাজটি সম্পন্ন না করায় প্রথমে সম্পূর্ণ বিল প্রদান না করে আংশিক বিল প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্প পরিচালক হিসেবে মনির আহমেদ দায়িত্ব পাওয়ার পর ঘুষের বিনিময়ে ঠিকাদারকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল দিয়ে দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব- স্টেশন বসানোর কথা থাকলেও পুরাতন সাব-স্টেশনের সঙ্গে নতুন সরবরাহকৃত মালামাল মিলিয়ে মাত্র একটি সাব-স্টেশন চালু করেন। অথচ থাকার কথা ২টি সচল সাব-স্টেশন। একটি পুরাতন ১৫০/২০০ কেডিএ সাব-স্টেশন এবং ডিজিটাল ট্রান্সমিটারের জন্য নতুন সাব-স্টেশন। কিন্তু ঠিকাদারের সরবরাহকৃত নিম্নমানের মালামাল দিয়ে ২৫০ কেভিএ সাব-স্টেশন চালু হয়নি এবং পুরাতন সাব-স্টেশন ভবনে ২টি ট্রান্সফরমার একই সঙ্গে চালু থাকার কথাও দরপত্রে ছিল না।

আরএম/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *