অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে দুই বছর করার দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে দুই বছর করার দাবি

সব মত-পথের মানুষের জন্য নিরাপদ ও মুক্ত মানবিক দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ দফা দাবি করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

সব মত-পথের মানুষের জন্য নিরাপদ ও মুক্ত মানবিক দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ দফা দাবি করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ দাবি তুলে ধরেন। 

দাবি গুলো হলো—

১) দেশে বিগত তেপ্পান্ন বছরের অপরাজনীতির দুঃশাসনে সৃষ্ট পাশবিক সামাজিক রাজনৈতিক বিকৃত পরিবেশ নিয়ন্ত্রণ করে দেশে সুস্থ স্বাভাবিক নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আগামীতে জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে ২ বছর মেয়াদ হতে হবে।

২) অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারবে না।

৩) বিগত খুনি স্বৈরাচারী দলের রুদ্ধতা জুলুম রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে ছাত্র জনতার ত্যাগ জীবনের বিনিময়ে এবং দেশের মুক্তিকামী সব মানুষের সহযোগিতায় অর্জিত মুক্ত পরিবেশ যেন কোনো একক দল বা গোষ্ঠী কুক্ষিগত করে এ অর্জনের সুফল নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকুন।

৪) শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালতে কোনো দলীয় রাজনীতি ও দখলদারিত্ব বন্ধ করুন।

৫) ধর্মের নামে অধর্ম হিংস্র উগ্রবাদী খুনি জঙ্গিবাদীদের প্রশ্রয় বন্ধ করুন। ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক হিংস্র পাশবিক জঙ্গিবাদী রাজনীতি নিষিদ্ধ করুন।

৬) খুনি স্বৈরাচারের পতনের পর নিজেরাই পাল্টা খুন-অগ্নিসংযোগ-লুটতরাজ-মাজার শরীফ ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলাকারী ওয়াবি শিবির বিএনপির গুন্ডামি বন্ধ ও বিচার করুন।

৭) সব মানুষের জীবন রক্ষার ও নিজের ধর্ম মত পথ নিয়ে বাঁচার অধিকার স্বাধীনতা নিশ্চিত করুন।

৮) যারা অন্যের অধিকার অস্বীকার ও হরণ করে একক গোষ্ঠীর স্বৈর দস্যু তন্ত্র কায়েম করার জন্য রাষ্ট্র জবরদখল করতে চায় তাদের দমন ও নিষিদ্ধ করুন।

৯) ছাত্র জনতার ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত পরিবেশ যেন কোনো দল বা গোষ্ঠী নিজেদের একক স্বার্থে অপব্যবহার করে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করুন।

১০) সংবিধানের বিগত স্বৈরাচারী দলের একক দলীয় মতবাদ ভিত্তিক ও সর্বজনীন মানবাধিকারের বিপরীত অন্যায় নীতি ও ধারাগুলো স্থগিত করে সবার বিশ্বাসগত মুক্তি ও স্বাধীনতার বাধা দূর করুন।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচডি/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *