ইসলামের প্রধান দুইটি উৎসব হলো ঈদ। ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব হলো কুরবানীর ঈদ। এই কুরবানীর ঈদ আবার ঈদ উল আযহা বা বকরি ঈদ নামেও পরিচিত। এই পবিত্র দিনে মুসলিম সমাজের সকল মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পশু কুরবানী দিয়ে থাকে। কুরবানির শেষে মাংসের একটি অংশ নিজেদের কাছে রেখে বাকি দরিদ্র ও অভাবী সমাজের মানুষের মধ্যে বিতরণ করে দেয় হয়। বকরি ঈদের দিন লোকেরা একে অপরকে কোরবানি ঈদ মোবারক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ কাছে সুখ, শান্তির দোয়া করে।
কুরবানীর ঈদ ২০২৪
বছর ঘুরে সকল মুসলিম এর ঘরেে আবার এলো খুশির উৎসব। আগামী ১০ ই জুলাই রবিবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র কুরবানীর ঈদ। এই পবিত্র কুরবানীর ঈদে নিজের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কুরবানির ঈদ মোবারক এসএমএস ও মেসেজ পাঠিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো আমাদের সকলের দায়িত্ব। আসুন কুরবানির ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বাংলা এসএমএস, ঈদের নতুন ছন্দ, ইদ মোবারক শুভেচ্ছা, পিকচার ইত্যাদি সম্পর্কে জেনে আসি।
কুরবানির ইদের শুভেচ্ছা এসএমএস
আমরা সকলে কুরবানির ইদে প্রিয়জনদের শুভেচ্ছা এসএমএস পাঠিয়ে থাকি। নিচে কিছু শুভেচ্ছা এসএমএস দেওয়া হলো:
১. আপনাকে ও আপনার
পরিবারের সকলের প্রতি
রইল কোরবানি ঈদের শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালবাসা ও শুভ কামনা।
ঈদ মোবারক
২. ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
🌙ঈদ মোবারক🌙
৩. আপনজনের সাথে মিলন,
সবাই মিলে সাথে থাকার ক্ষণ,
ঈদ এসেছে আবার বছর পর,
সবাই মিলে করো তার আনন্দের আস্বাদন….
🌙ঈদ মুবারক🌙
৪. ঈদের পবিত্র দিনে,
আল্লাহ তোমাকে ত্যাগের
সুন্দর ভোজন দান করুন…
আল্লাহর নিয়ামত তোমার হৃদয়
এবং বাড়িকে সুখী এবং আনন্দিত রাখুক …
৫. ঈদ মোবারক
পবিত্র বকরি ঈদের
শুভেচ্ছা ও অভিনন্দন।
৬. দুঃখ গুলো ভুলে গিয়ে
ঈদের আানন্দে মেতে
উঠুক সবার মন,
সবাইকে কোরবানি ঈদের
শুভেচ্ছা ও অভিনন্দন
ঈদ মোবারক
৭. শুভ রজনী, শুভ দিন,
রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
🌙ঈদ মোবারক🌙
৮. নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গিন হোক ঈদের রাত।
ঈদ মোবারাক ২০২৪
৯. যে দিন দেখবো ঈদের চাঁদ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারা দিন!
বন্ধু তোমায় দাওয়াত রইল ঈদের দিন !
ঈদ মোবারাক
১০. ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেন্দি রাঙা হাত,
ঈদ মানে খুশিতে মেতে ওঠার রাত….
ঈদ মুবারক সকলকে
কোরবানি ঈদ মোবারক স্ট্যাটাস
১. এই ঈদ তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসুক,
তোমার সকল কাছের মানুষ এবং
পরিজনদের সাথে এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন ভালোবাসায় ভরে উঠুক…
ঈদ মোবারক
২. ঈদ আনন্দের সময়,
একসাথে হওয়ার সময়,
আল্লাহর ওপর আস্থা রাখার সময়
ঈদ মুবারক
৩. বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো.
৪. দেশ ও বিদেশের সকলকে
ঈদ-উল-ফিতরের
শুভেচ্ছা ও ভালবাসা
ঈদ মোবারক
৫. মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারাক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। – ঈদ মোবারাক
কুরবানির ইদের অগ্রিম শুভেচ্ছা বাণি
১. মেঘলা আকাশ মেঘলা দিন, সামনে আসছে কোরবানির ঈদ, জামা কাপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন। – অগ্রিম ঈদ মোবারাক!
২. শুভ রজনী, শুভ দিন, রাত পোহালেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো ঈদের দিন। “ঈদ মোবারাক”!
৩. দুরের মানুষ আসুক কাছে, কাছের জনও থাকুক পাশে, মন ছুটে যাক মনের টানে, কোরবানির ঈদের আগমনে, ঈদ কাটুক খুশিতে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা — ঈদ মোবারাক।
৪. দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল। কোরবানির ঈদের শুভেচ্ছা জানায় তোমাদের।
৫. আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। — ঈদ মোবারাক।
কুরবানির ইদের ছন্দ
১. আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
২. শপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
৩. সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক“
৪. ঈদ মানে খুশি,
গরুর গলাই রশি,
কিছু কষ্ট কিছু হাসি,
তবুও ঈদ ভালোবাসি
ঈদ মোবারক।
৫. বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারাক“
কোরবানি ঈদ ২০২৪ পিকচার
উপসংহার
বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। কুরবানির ইদে সকলেই অনেক আন্দের সাথে সকালে ইদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পশু কুরবানি করে। আসুন সকল দুঃখ-কষ্ট ভুলে ঈদের দিনটা সকল আত্নীয়-স্বজন মিলে মিশে আনন্দের সাথে ঈদ উদযাপন করি।
‘‘ঈদ মোবারক’’