
আমাদের এই পোষ্টের আসল উদ্দেশ্য হলো দাখিল বিষয়ের সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস 2021 প্রদান করা। দাখিলের সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা জানি মহামারীর কারণে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনেকদিন যাবত বন্ধ রয়েছে। সে কারণে স্কুল কলেজগুলোতে কোন প্রকার ক্লাস অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।
যার ফলে শিক্ষার্থীরা ঠিকমত লেখাপড়া করতে পারেনি। এমন অবস্থায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলে নিশ্চিত ফলাফল বিপর্যয় ঘটবে। অর্থাৎ অনেক শিক্ষার্থী অকৃতকার্য হবেন। আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বড় সংকটে পড়বে।
সেই কথা চিন্তা করে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অন্যান্য শিক্ষা বোর্ডের নাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্তটি হল দাখিল বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা। দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে অল্প কিছুদিন সময় বাকি আছে। এমন অবস্থায় পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না।
দাখিল সংক্ষিপ্ত সিলেবাস বিজ্ঞপ্তি / Dakhil Short Syllabus Notice

দাখিল সংক্ষিপ্ত সিলেবাস / Dakhil syllabus 2021
২০২১ সালের দাখিল পরীক্ষার জন্য মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। দাখিল পরীক্ষার নতুন সিলেবাসে অনেক পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিলেবাস থেকে অনেকাংশ বাদ দিয়ে নতুন সিলেবাস টি তৈরি করা হয়েছে। সুতরাং পরীক্ষার্থীদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাস টি অত্যন্ত সময় উপযোগী হবে।
যেহেতু দাখিল পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের তেমন কোন ক্লাস নেওয়া সম্ভব হয়নি। যেহেতু, সংক্ষিপ্ত সিলেবাস এর মাধ্যমে দাখিল পরীক্ষা 2021 গ্রহণের সিদ্ধান্তটি অত্যন্ত কার্যকর হবে।
উল্লেখ্য, মুজাব্বিদ বিভাগের ‘কিরআতে তারতিল ও হাদর (মৌখিক)। এবং হিফজুল কুরআন বিভাগের ‘হিফজুল কুরআন দাওর (মৌখিক)। বিষয় দু’টি মৌখিক বিধায় এ দু’টি বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়নি। এ দুটি বিষয়ের ক্ষেত্রে পূর্বের পাঠ্যসূচি বহাল থাকবে। প্রকাশিত পাঠ্যসূচি ২০২১ সালের দাখিল পরীক্ষার নিয়মিত অনিয়মিত মানােন্নয়ন সকল পরীক্ষার্থীর জন্য প্রযােজ্য।
সুতরাং দাখিল পরীক্ষা ২০২১ এর জন্য যে দাখিল সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ প্রকাশ করা হয়েছে তা শুধু লিখিত বিষয়ের জন্য প্রযোজ্য। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে সংকৃত সিলেবাস প্রকাশ করা হয়নি। ব্যবহারিক পরীক্ষার জন্য পূর্বের সিলেবাস বহাল রয়েছে।
দাখিল সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড / Dakhil Short Syllabus PDF Download
দাখিল পরীক্ষা ২০২১ এর জন্য সংক্ষিপ্ত আকারে নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সিলেবাসে পূর্বের সিলেবাস থেকে বিভিন্ন অংশ বাদ দেয়া হয়েছে। দাখিল সংক্ষিপ্ত সিলেবাসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো বহাল রাখা হয়েছে। নিম্নে দাখিল সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ পিডিএফ ফাইল আপলোড করা হলো। যারা দাখিল সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে ইচ্ছুক তারা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিবেন।
দাখিল সংক্ষিপ্ত সিলেবাস সাবজেক্ট সমূহ / Dakhil Short Syllabus Subject and code
