
আমাদের এই পোষ্টের আসল উদ্দেশ্য হলো আলিম বিষয়ের সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস 2021 প্রদান করা। আলিমের সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা জানি মহামারীর কারণে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনেকদিন যাবত বন্ধ রয়েছে। সে কারণে স্কুল কলেজগুলোতে কোন প্রকার ক্লাস অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।
যার ফলে শিক্ষার্থীরা ঠিকমত লেখাপড়া করতে পারেনি। এমন অবস্থায় আলিম পরীক্ষা অনুষ্ঠিত হলে নিশ্চিত ফলাফল বিপর্যয় ঘটবে। অর্থাৎ অনেক শিক্ষার্থী অকৃতকার্য হবেন। আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বড় সংকটে পড়বে।
সেই কথা চিন্তা করে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অন্যান্য শিক্ষা বোর্ডের নাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্তটি হল আলিম বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা। আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে অল্প কিছুদিন সময় বাকি আছে। এমন অবস্থায় পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না।
অলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ বিজ্ঞপ্তি / Alim Short Syllabus Notice

অলিম সংক্ষিপ্ত সিলেবাস / Alim Short Syllabus
আলিম পরীক্ষার জন্য পূর্বের সিলেবাসটি স্থগিত করা হয়েছে। নতুন করে সংক্ষিপ্ত আকারে সিলেবাস প্রকাশিত হয়েছে। এই বিষয়ে মাদ্রাসা এডুকেশন বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিটি সকলের অবগতির জন্য নিম্নে প্রদান করা হলো।নিয়ম অনুযায়ী আলিম পরীক্ষা 2020 অল্প কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি আলিম পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
কারণ, আলিম পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার্থীদের যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তা পরীক্ষার্থীরা সম্পন্ন করতে পারেনি। পরীক্ষার্থীরা যাতে করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। নতুন সিলেবাস এইচএসসি আলিম পরীক্ষার্থীদের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। যাতে করে পরীক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিতে পারে। তা না হলে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে না।
আবার পরীক্ষায় অংশ নিলেও অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হবেন। অতএব, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তটি সঠিক বলে মনে করছেন। এবং এই উদ্যোগটি এইচএসসি আলিম পরীক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে এমনটি আশা করছেন। সুতরাং, এইচএসসি আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের সকলেরই উচিত সম্পূর্ন পোষ্টটি মনযোগ দিয়ে পড়া।
আলিম সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড পিডিএফ /Alim Short Syllabus Download PDF
ডাউনলোড
আলিম পরীক্ষার বিষয়সমূহ / Alim All Subjects with Codes
