শিক্ষামন্ত্রীর পর চট্টগ্রামের মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

শিক্ষামন্ত্রীর পর চট্টগ্রামের মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

চট্টগ্রামে দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের পর এবার চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। তিনি এখন নিরাপদে আছেন।

চট্টগ্রামে দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের পর এবার চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। তিনি এখন নিরাপদে আছেন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাটে পৌঁছালে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্ট বলেন, মেয়রের বাসায় হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার মোখলেছুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী জানান, ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র মহোদয় নিরাপদে আছেন।

এর আগে নগরের দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। চট্টগ্রামের সাবেক জননন্দিত মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নানা স্মৃতি রয়েছে ওই বাড়িতে।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা করেন আন্দোলনকারীরা। সেখানে আগুনও দেন তারা।

আরএমএন/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *