‘ছাত্র-জনতার অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে’

‘ছাত্র-জনতার অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ বলেছেন, ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ বলেছেন, ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে অর্জিত বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। 

তিনি বলেন, যখন দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঠিক তখনই ওই মহলটি ব্যক্তি ক্রোধ মেটাতে মামলা বাণিজ্য, শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ তৈরির মতো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে কঠোর হস্তে দমন করাসহ যেকোনো অন্যায়-অনিয়ম ও আইনবহির্ভূত অপরাধ প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা জাগ্রত আছে।

গতকাল রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এমন হুঁশিয়ারি দেন।

ইমরান আহমেদ বলেন, আবু সাঈদের রক্তে রঞ্জিত রংপুরের এই ভূমিতে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্ত্রাসীরা কোনো ধরনের অপকর্ম করলে তা প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর সবসময় প্রস্তুত থাকবে। একটা বিষয় সবার হয়ত নজরে এসেছে যে, আমাদের রংপুরে যারা শহীদ হয়েছে ; তাদের পরিবার যে মামলাগুলো করেছে। এতে করে  অনেকে চাপে পড়ে কিছু মামলায় নিরপরাধ ব্যক্তিদের নামও যোগ করেছে, তাদের বিভিন্নভাবে অর্থ ও বিভিন্ন প্রলোভন দিয়ে প্রভাবিত করেছে একটি আইনজীবী গোষ্ঠী। যা একটি দেশের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার  এই আন্দোলন এখনো শেষ হয়নি। সমাজের যেখানে অন্যায়,অনিয়ম সংঘটিত হবে সেখানেই আমাদের প্লাটফর্ম দায়িত্ব নিয়ে তা সমাধানে সচেষ্ট থাকবে।

ছাত্র সমন্বয়করা বলেন, বিগত সময়ে রংপুরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মামলা বাণিজ্যের মতো অপকর্ম করেছে একটি মহল। মামলার বিষয়ে আদালতের কাছে অনুরোধ, কোনো নিরপরাধ ব্যক্তি যেন কাঠগড়ায় না দাঁড়ান। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মামলার বিষয়ে চাপ দিলে রংপুরের ছাত্র জনতা তাকে বা তাদেরকে একতাবদ্ধ হয়ে প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— সমন্বয়ক ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ, ইমতিয়াজ আহম্মদ ইমতি, আলী হোস্ইন, আরাফাত, নাহিদ, মাহির ফয়সাল, ডা. লিমন পাঠান, রিনা মুরমু। এ সময় আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *