প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৫ আগস্ট) দূতাবাসের কাউন্সিলর দূতালয় মোহাম্মাদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়।

এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।

আগ্রহী ব্যক্তিদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *